এয়ারটেল সিমের টাকা কাটা সার্ভিস বন্ধ করার কোড। জানুন এক ক্লিকে! অনেক সময় দেখা যায়, আমাদের অজান্তেই এয়ারটেল সিমে কিছু ভ্যাস সার্ভিস (VAS) চালু থাকে, যা প্রতিদিন বা প্রতি সপ্তাহে টাকা কেটে নেয়। আপনি যদি এইসব অপ্রয়োজনীয় সার্ভিস বন্ধ করতে চান, তাহলে নিচের কোড ব্যবহার করে সহজেই বন্ধ করতে পারবেন।
 
 
airtel all service off code
 
নিচে সকল উপায় দেয়া হলো। ডায়াল কোড, মেসেজ, আপস দিয়ে সহজে কাজটি করতে পারবেন। আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। এতে সবার উপকার হবে। 

সব সার্ভিস বন্ধ করার জন্য USSD কোড:
*121*5*1*2# ডায়াল করুন
(এটি সব ভ্যালু অ্যাডেড সার্ভিস একসাথে বন্ধ করার কোড)

SMS এর মাধ্যমে:

STOP লিখে পাঠান 155223 নম্বরে

My Airtel App দিয়ে বন্ধ করতে চাইলে:

প্রথমে অ্যাপটি ওপেন করুন 
এরপর "Manage Services" সেকশনে যান  
যেসব সার্ভিস চালু আছে সেগুলো বন্ধ করুন। 

অতিরিক্ত টিপস:

যেকোন চার্জ হলে *121# ডায়াল করে ব্যালেন্স হিস্ট্রি চেক করুন  

গ্রাহক সেবা: 121 অথবা 01678600786

শেষ কথা:
আপনার টাকা যেন অপ্রয়োজনীয়ভাবে এয়ারটেল সিমে টাকা না কাটা হয়, সেজন্য এই সার্ভিসগুলো বন্ধ রাখা অত্যন্ত জরুরি। airtel টাকা কাটা সার্ভিস বন্ধ, airtel vas বন্ধ করার কোড, airtel সিম থেকে টাকা কাটা বন্ধ, এয়ারটেল সিম সার্ভিস বন্ধ, airtel auto renewal বন্ধ, airtel bangladesh vas বন্ধ, airtel bd টাকা কাটা, airtel sim extra charge বন্ধ, airtel subscription বন্ধ, airtel push message বন্ধ, airtel sim balance কাটছে, airtel বিজ্ঞাপন বন্ধ করার উপায়। airtel অনাকাঙ্ক্ষিত সার্ভিস বন্ধ, airtel ডাটা চার্জ বন্ধ, airtel সিম কনটেন্ট সার্ভিস বন্ধ, airtel bd সেবা বন্ধ, airtel my account থেকে সার্ভিস বন্ধ,airtel কাস্টমার কেয়ার নম্বর, airtel subscription check, airtel sim টাকা কাটার সমাধান। Airtel টাকা কাটা বন্ধ, Airtel service বন্ধ, Airtel unnecessary charge, Airtel বন্ধ করার কোড, Airtel stop service code এই পোস্টটি আশাকরি ভালো লাগবে।

1 Comments

Post a Comment

Previous Post Next Post